সরাইলে শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার নিয়ে মাদকের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আইয়ূব খানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অথিতির বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদ খালেদ জামিল খান।
এ সময় বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ ধ্বংসের মুখে। মাদকের কারণেই সমাজে প্রতিনয়ত বেড়ে চলেছে চুরি-ডাকাতি-ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড। তাই মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস