ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোয়ালঘর থেকে ৪ গরু চুরি, হাটে বিক্রির সময় উদ্ধার

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১১ জুন ২০২২

নওগাঁর পোরশায় চুরি হওয়া গরু হাটে বিক্রির সময় উদ্ধার করেছেন স্থানীয়রা। এ সময় গরু বিক্রি করতে আসা দুই ব্যক্তিকে আটকের পর পুলিশে দিয়েছেন তারা। শনিবার (১১ জুন) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শালদহ গ্রামের মোজাহার রবির ছেলে শাকিল (২২) ও রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের রশিদের ছেলে সোহেল রানা (২৬)।

খোঁজ নিয়ে জানা যায়, তিনদিন আগে পোরশা উপজেলা মধুপুর নতুনপাড়ার মহাদেব তিরকীর ছেলে সুরেন তিরকীর গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে সুরেন শুক্রবার চৌবাড়িয়া হাটে যান। হাটে তার গরু দেখে চিনতে পারেন এবং স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন। এ সময় গরু বিক্রি করতে আসা দুই ব্যক্তিকে আটকের পুলিশে দেন স্থানীয়রা।

পোরশায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জাগো নিউজকে বলেন, গরুর মালিক বাদী হয়ে থানায় চুরির মামলা করেছেন। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/এসজে/এএসএম