ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আক্কেলপুরে মুক্তিযোদ্ধার রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

জয়পুরহাটের আক্কেলপুরে মুক্তিযোদ্ধা মোজাহার আলী ওরফে মোজার (৭০) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মোহনপুর গ্রামের অদূরে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোজাহার আলী ওরফে মোজা আক্কেলপুর উপজেলার চিয়ারী গ্রামের মৃত মসের আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মোজাহার বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। শনিবার বিকেলে মোজাহার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর রোববার সকালে মোহনপুর গ্রামের অদূরে একটি ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

আক্কেলপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, তার পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সন্ধ্যায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।

বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোজাহারের দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন।

রাশেদুজ্জামান/এআরএ/পিআর