রায়পুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
লক্ষ্মীপুরের রায়পুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন কাজল আক্তার নামে এক প্রসূতি। চার নবজাতকের মধ্যে দুইটি ছেলে ও দুইটি মেয়ে সন্তান।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে রায়পুর শহরের মাতৃছায়া প্রাইভেট হাসপাতালে এ চার সন্তানের জন্ম হয়। মা ও চার নবজাতক সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে, চার সন্তান প্রসব করায় কাজল আক্তারের পরিবারের সদস্যরা আনন্দে ভাসছেন। তারা এটিকে সৌভাগ্য বলে মনে করছেন। হাসপাতালে নতুন অতিথিদের পরিচর্চায় ব্যস্ত রয়েছেন তারা।
কাজল আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী। ওই দম্পতির এর আগের আট বছর বয়সী এক কন্য সন্তান রয়েছে।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবদুর রহমান তুহিন চৌধুরী বলেন, বিকেলে প্রসবব্যথা শুর হলে কাজল আক্তারকে হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। পরে স্বাভাবিকভাবে প্রসব সম্ভব না হওয়ায় হাসপাতালের ডা. শামিমা নাসরিন প্রসূতির সিজার করেন। সিজারে সহযোগিতা করেছেন ডা. ইয়াসিন ও ডা. সোহেল আরমান।
ডা. শামিমা নাসরিন জানান, মা ও চার নবজাতক সুস্থ আছে। তবে প্রসূতি মাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।
কাজল কায়েস/এআরএ/পিআর