নেত্রকোনা কারাগারে হাজতির মৃত্যু
নেত্রকোনা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) দিনগত রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
মারা যাওয়া হাজতি দুলাল মিয়া (৪০) দুর্গাপুর উপজেলার খুঁজিউড়া গ্রামের আবদুল লতিফের ছেলে। গত ৩ মে একটি মাদক মামলায় তিনি গ্রেফতার হলে আদালত তাকে কারাগারে পাঠান।
নেত্রকোনা জেলা কারাগার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হাজতি দুলাল মিয়ার হঠাৎ করে বুকে ব্যথা ও বমি শুরু হয়। পরে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত দেড়টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
নেত্রকোনা জেলা কারাগারের সুপার আবদুল কুদ্দুস মুঠোফোনে বলেন, দুলাল মিয়া নামে ওই হাজতিকে গত ৫ মে কারাগারে পাঠানো হয়। তিনি মাদকাসক্ত ছিলেন। চিকিৎসক জানিয়েছেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এইচ এম কামাল/এমআরআর/জেআইএম