ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরীক্ষা দিতে চাপ দেওয়ায় স্কুলছাত্রীর বিষপান

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৬ জুন ২০২২

নেত্রকোনার খালিয়াজুরীতে বিষপানে আত্মহত্যা করেছে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী (১৪)। পরীক্ষা দিতে পরিবার থেকে চাপ দেওয়ায় ওই কিশোরী আত্মহত্যা করে বলে জানায় পুলিশ।

সোমবার (৬ জুন) সকালে খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের রৌয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

ওই কিশোরীর নাম শর্মি সরকার। সে খালিয়াজুরী উপজেলার সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম হরিসুন্দর সরকার।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

শর্মির বাবা হরিসুন্দর সরকারের বরাত দিয়ে ওসি জানান, শর্মি নিয়মিতভাবে চলতি অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছিল। সোমবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। কিন্তু কোনো কারণে সে পরীক্ষা দিতে চাচ্ছিল না। পরীক্ষা দিতে তাকে পরিবার থেকে চাপ প্রয়োগ করা হয়। সকাল ৯টার দিকে সে নিজ ঘরে ইঁদুর নিধনের বিষপান করে।

বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

ওসি মজিবুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এইচ এম কামাল/এসআর/এমএস