ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বিঘ্নিত

প্রকাশিত: ০৩:০৫ এএম, ২৪ জানুয়ারি ২০১৬

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার সকাল ৭টা থেকে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌ-যান চলাচল বিঘ্নিত হয়েছে। তবে সকাল সাড়ে ৮টা থেকে আবার যথারীতি ফেরি চলাচল শুরু হয়েছে।

কুয়াশার কারণে তীড়ে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে তিনটি ফেরি। তাছাড়া পারাপারের অপেক্ষায় দুই পাড়ে আটকা পড়ে তিন শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জাগো নিউজকে জানান, নদীতে ভোরের দিকে কুয়াশার মাত্রা বেড়ে যায়। এক পর্যায়ে দৃষ্টিসীমা একেবারেই কমে আসলে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কপোতী, খান জাহান আলী ও শাহ জালাল নামে তিনটি ফেরি মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে।

তিনি আরও জানান, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

এদিকে ঘাটে আটকা পড়া যানবাহনের যাত্রীরা ঘাট এলাকায় শীত ও কুয়াশার মধ্যে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এসএস/এমএস