ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেসবুকে মাদরাসাছাত্রীর আপত্তিকর ছবি পোস্ট, বখাটের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৪ জুন ২০২২

বগুড়ার ধুনটে ফেসবুকে মাদরাসাছাত্রীর আপত্তিকর ছবি পোস্ট করায় জুয়েল রানা (২৪) নামের এক বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার ব্যবহৃত মোবাইলটি জব্দ করা হয়।

শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরি গ্রামের আইয়ুব আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করে আসছেন বখাটে জুয়েল রানা। বিষয়টি নিয়ে তার বাবার কাছে বিচার দিলে ক্ষুব্ধ হয়ে ওঠেন জুয়েল রানা। পরে নিজের মোবাইলে এডিট করে ওই স্কুলছাত্রীর একটি আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে দোষ স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, রোববার সকালে জুয়েল রানাকে কারাগারে পাঠানো হবে।

আরএইচ/জেআইএম