ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছাগল চুরি করে পালানোর সময় দুই প্রতারক গ্রেফতার

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ৩০ মে ২০২২

রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকায় ছাগল চুরি করে মোটরসাইকেলে পালানোর সময় পুলিশ পরিচয় দেওয়া দুই প্রতারককে গ্রেফতার করেছে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

রোববার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। এসময় প্রতারকদের কাছ থেকে একটি চোরাই ছাগল, একজোড়া হ্যান্ডকাপ ও একটি সংবাদপত্রের আইডি কার্ড উদ্ধার করা হয়। ওই সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন রাজশাহীর শাহমখদুম থানার বনতলা (আবাসিক সপুরা) এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. রানা আহম্মেদ (৩৬) ও নওগাঁর মান্দা থানার চক জামদৈ গ্রামের মৃত আজিজের ছেলে মো. শফিকুল ইসলাম শরিফুল (২৭)।

সোমবার (৩০ মে) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ।

তিনি বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে এসআই জীবন চন্দ্র বর্মণ ও তার টিম কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ের চেকপোস্টে ডিউটি করছিলেন। এসময় দুইজন মোটরসাইকেল আরোহী একটি ছাগল নিয়ে চেকপোস্টের দিকে আসেন। তাদের দেখে সন্দেহ হওয়ায় মোটরসাইকেল আরোহীকে থামার জন্য সংকেত দেয় পুলিশ। সংকেত পেয়ে চালক মোটরসাইকেল থামান। তাদের পরিচয় জানতে চাইলে একজন ডিবি পুলিশের এসআই এবং অপর জন নিজেকে কনস্টেবল বলে জানান। তাদের কর্মস্থল ও ব্যাচ সম্পর্কে জানতে চাইলে তারা অস্বাভাবিক আচরণ করতে থাকেন।

ওসি মাসুদ পারভেজ বলেন, পরে মোটরসাইকেলচালক তার পকেট থেকে একটি আইডি কার্ড বের করে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। এতে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। পুলিশের ওই টিম তাদের দেহ তল্লাশি করে চালক মো. রানা আহম্মেদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করে। এসময় তাদের কাছে থাকা চোরাই ছাগল, ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, রাজশাহীর গোদাগাড়ী থানার বড়শিপাড়া থেকে ছাগলটি চুরি করে এনেছেন। হ্যান্ডকাপের বিষয়ে তারা জানান, নওগাঁ কোর্ট এলাকা থেকে হ্যান্ডকাপটি সংগ্রহ করে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, প্রতারণা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত সরকারি হ্যান্ডকাপ ব্যবহার করে প্রতারণা ও ছাগল চুরির ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় তাদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মাসুদ পারভেজ।

ফয়সাল আহমেদ/এমআরআর/এএসএম