ফের ১৯ যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো ‘বন্ধন এক্সপ্রেস’
করোনায় দু’বছর বন্ধ থাকার পর খুলনা-কলকাতা রেল সড়কে চালু হয়েছে ‘বন্ধন এক্সপ্রেস’। রোববার (২৯ মে) সকাল ১০টার দিকে বেনাপোল স্টেশনে এসে পৌঁছায় কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি।
এর আগে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ২০২০ সালের ১৫ মার্চ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেনটি বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, সকালে কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসার পর দুপুরে খুলনায় পৌঁছাবে ট্রেনটি। দুপুর দেড়টায় ফের খুলনা স্টেশন থেকে ট্রেনটি কলকাতার উদ্দেশে যাত্রা করবে। প্রতি রবি ও বৃহস্পতিবার সকালে কলকাতা স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসবে ট্রেনটি। একইদিন বিকেলে খুলনা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান বলেন, দীর্ঘদিন পর ট্রেনটি চালু হলো। তবে তেমন প্রচার ছিল না চালুর ব্যাপারে। মাত্র ১৯ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছাড়া হয়েছে। সামনের দিনগুলোতে যাত্রীর সংখ্যা বাড়বে বলে আমরা আশা করছি।
মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম