পুটখালি সীমান্তে অস্ত্র ও গুলিসহ দুই ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোলের পুটখালি সীমান্তের বারোপোতা কদমতলা বটতলার তিন রাস্তার মোড় থেকে করিম (৩৬) ও কামাল হোসেন (৩৫) নামে দু‘জন অস্ত্র ব্যবসায়ীকে পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আটক করেছে পোর্ট থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টার সময় তাদের আটক করা হয়। আটককৃত করিম বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে এবং কামাল একই গ্রামের রওশান আলীর ছেলে।
পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা কদমতলা বটতলার তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি ভারতীয় ওয়ান শুটারগান পিস্তল, একটি ম্যাগজিন ও দু‘রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চোরাচালানির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
আটক করিম জানায়, আজিজুর নামে শীর্ষ এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ হাজার টাকার বিনিময়ে অস্ত্র ও গুলি ক্রয় করা হয়েছে।
মো. জামাল হোসেন/বিএ