লক্ষ্মীপুরে পাচারকালে সরকারি পাঠ্যবই জব্দ
লক্ষ্মীপুরে প্রায় ৫০০ সরকারি নতুন পাঠ্যবই পাচারকালে জব্দ করেছে প্রশাসন। সদরের কুশাখালী দাখিল মাদ্রাসা থেকে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে বৃহস্পতিবার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক সরকারি এসব জব্দ করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি চক্র সরকারিভাবে সরবরাহ করা বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীর হাতে তুলে না দিয়ে কেজি দরে বাজারে বিক্রি করে আসছে। ঘটনার সময় কুশাখালী দাখিল মাদ্রাসার সুপার মো. শাহজাহান মাদ্রাসা বস্তাভর্তি এসব বই বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন। স্থানীয় কাঁঠালী এলাকায় ভ্যানে বস্তাভর্তি বই দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানায়। এরপর সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক ঘটনাস্থলে গিয়ে ওই সব বই জব্দ করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন।
দাসের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গনেশ চন্দ্র দাস জানান, বইগুলো জব্দ করার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
কাজল কায়েস/এআরএ/এমএস