ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে বাল্যবিয়ে : কাজীর জরিমানা

প্রকাশিত: ০৯:১৯ এএম, ২১ জানুয়ারি ২০১৬

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠি গ্রামের ৮ম শ্রেণীর স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। বাল্য বিয়ে দেয়ার প্রস্তুতির কারনে ওই কাজীকে জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত।
 
এলাকাবাসী সূত্রে জানাগেছে, বুধবার বিকেলে দেবরকাঠি গ্রামের রিক্সা চালক ইলিয়াস শেখ তার অষ্টম শ্রেণী পড়–য়া মেয়ে ইয়াসমিনকে স্বরূপকাঠি উপজেলার এক ছেলের সাথে বিয়ে দিচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়ের অপ্রাপ্ত বয়স হওয়ায় বিয়ে বন্ধ করে দেন। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হওয়ার আগে বিয়ে বাড়ি থেকে বরসহ বরযাত্রী পালিয়ে যায়। এসময় বিয়ের কাজী মোঃ আনোয়ার হোসেন উপস্থিত থাকলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

হাসান মামুন/এমজেড/পিআর