ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনের দুই চিহ্নিত বনদস্যুকে আটক

প্রকাশিত: ০৭:০২ এএম, ২১ জানুয়ারি ২০১৬

সুন্দরবনের চিহ্নিত বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মুজিবর (৪৫) ও সহযোগী আকবর মোড়লকে (৫০) স্থানীয় জনতা আটক করে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

বুধবার ভোরে বনদস্যু জোনাব বাহিনীর ৭/৮ জন সদস্য উপজেলার টেংরাখালী নামক এলাকায় লোকালয়ে আসেন। এসময় স্থানীয় মেম্বর আকবর আলী তাদের আশ্রয় দিয়ে গুলিবিদ্ধ মুজিবরকে রেখে বাকিদের বের করে দেন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সকালে হরিনগর বাজার এলাকায় গুলিবিদ্ধ মুজিবর ও আকবর মেম্বরকে আটক করে থানা পুলিশে হস্তান্তর করেন। আটক বনদস্যু মুজিবর পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গাজিপুর গ্রামের মফিজউদ্দীনের ছেলে।

অপরদিকে, সহযোগী ইউপি সদস্য উপজেলার টেংরাখালী গ্রামের মৃত রহিম গাজীর ছেলে। শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জাগো নিউজকে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বনদস্যু আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ২৪, তারিখ : ২০/০১/১৬।

এমজেড/আরআইপি