নিখোঁজের একদিন পর ঝোপে মিললো শিশুর মরদেহ
নিখোঁজের একদিন পর আশুলিয়ার কলতাসূতি এলাকার একটি ঝোপ থেকে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রোববার (১৫ মে) বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়।
শিশুটির নাম সামিয়া আক্তার (৫)। সে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ঝাটিয়াপাড়া গ্রামের আব্দুল মতিনের মেয়ে। মতিন কলতাসুতী নয়াবাড়ি এলাকায় আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শিশুটির বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। মা পোশাকশ্রমিক। শিশুটি মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। কাজের প্রয়োজনে রোববার সকালে বাবা-মা বাসার বাইরে যান। বিকেলে ফিরে এসে সামিয়াকে আর পাননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে পুলিশকে জানান।
মঙ্গলবার সকালে একটি ঝোপে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ভাড়া বাসা থেকে অর্ধ কিলোমিটার দূরের একটি ঝোপে শিশুটিকে পাওয়া যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মাহফুজুর রহমান নিপু/এসআর/জিকেএস