ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিএস পরিচয়ে প্রতারণা, ফেসবুকে সচেতন করে এমপির পোস্ট

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৭ মে ২০২২

ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে হজে পাঠানোর আশ্বাসে নওগাঁ-৬ আসনের (আত্রাই-রানীনগর) সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপির পিএস পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র বিভিন্ন শিক্ষককে ফোন দিচ্ছে বলে জানা গেছে। ঘটনার পর প্রতারক চক্র থেকে সাবধান হতে মঙ্গলবার (১৭মে) সকাল সাড়ে ৯টার দিকে এমপি আনোয়ার হোসেন হেলাল তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

আত্রাই-রানীনগরের জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘প্রিয় আত্রাই-রানীনগর উপজেলাবাসী, একজন প্রতারক মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে আমার পিএস পরিচয় দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে হজে পাঠাবে এই কথা বলে টাকা চাচ্ছে। এই রকম কোনো প্রস্তাব কেউ আপনাদের কাছে রাখলে আর আপনারা তাতে সাড়া দিলে নিশ্চিত প্রতারিত হবেন। তাই আপনাদের অনুরোধ করছি আপনারা উক্ত বিষয়ে সতর্ক থাকবেন।‘

এ বিষয়ে গোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অপরিচিত নম্বর থেকে আমাকে ফোন করা হয়। এরপর আমার স্কুলের ধর্মীয় শিক্ষক শাখাওয়াত হোসেনের ফোন নম্বর চাওয়া হয়, সরকারি অনুদানে হজে যাওয়ার একটি টিকিট এসেছে তার সঙ্গে যোগাযোগ করবেন বলে। ফোনের অপর পাশে থাকা ব্যক্তি আমাকে এমপির পিএস হিসেবে পরিচয় দেন। পরে আমি আমার ধর্ম বিষয়ের শিক্ষক সাখাওয়াতের সঙ্গে কথা বললে তিনি বলেন তার এখন হজ্জে যাওয়ার কোনো ইচ্ছা নেই।

তিনি আরো বলেন, যেহেতু ওই ব্যক্তি এমপির পিএস হিসেবে পরিচয় দিয়েছেন, আমরা জানি এমপির কোনো পিএস নেই। এরপর বিষয়টি আমি এমপিকে জানাই। এমপি আমাদের সতর্ক করে দেন যে এটা একটি প্রতারক চক্র, তার কাছে থেকে দূরে থাকো। পরে আমরা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে দেখা করতে চাইলে তিনি ফোন কেটে দেন।

দুপুর ১২টার দিকে ওই নম্বরে ফোন করা হলে ফোনটি বন্ধ পায় জাগো নিউজ।

আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল জাগো নিউজকে বলেন, আমার সুনাম ক্ষুণ্ন করতে একটি চক্র আমার পিএস পরিচয় দিয়ে আত্রাই-রানীনগরে হজ্জ করতে ইচ্ছুক স্কুলের শিক্ষকদের মোবাইলে ফোন করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য আত্রাই-রানীনগরের সব মানুষকে অনুরোধ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি।

আব্বাস আলী/এফএ/এএসএম