ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলগাই ধরে জবাই করলো এলাকাবাসী

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০১:১৯ পিএম, ১২ মে ২০২২

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডল পাড়া গ্রামে একটি নীলগাই উদ্ধার করে জবাই করেছে এলাকাবাসী।

ঠাকুরগাঁও জেলায় এ নিয়ে ৬টি নীলগাই উদ্ধার হলো।

বিষয়টি নিশ্চিত করে ধর্মগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম জাগো নিউজকে বলেন, উত্তর মন্ডল পাড়া এলাকায় বুধবার (১১ মে) সন্ধ্যায় ভারতীয় সীমান্ত থেকে একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই প্রবেশ করে। তখন এলাকাবাসী সেটিকে আটক করে।

jagonews24

পরে আজ বৃহস্পতিবার সকালে নীলগাইটি অসুস্থ হয়ে পড়লে এলাবাসী সেটি জবাই করে দেয়। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছেন বলেও তিনি জানান।

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নঈন কবির স্টীভ জাগো নিউজকে বলেন, বিলুপ্ত হওয়া নীলগাই জবাই করা ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য গাইটি খুব অসুস্থ ছিল। খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

তানভির হাসান তানু/এফএ/এএসএম