নোয়াখালীতে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু
নোয়াখালীর সেনবাগে চুলার আগুনে পুড়ে আবদুল্লাহ আল নোমান (৭) ও লামিয়া সুলতানা মাহি (৩) নামে দুই শিশু নিহত হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন।
মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের এ ঘটনা ঘটে। নোমান ও মাহি ওই গ্রামের মো. ইকবাল হোসেনের সন্তান।
বীজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দিন জানান, ওই গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী গোলাপি বেগম মাটির চুলায় দুপুরের রান্না বসিয়ে পুকুরে যান। পরে চুলা থেকে আগুন ছড়িয়ে বসতঘরসহ দুই শিশু পুড়ে কয়লা হয়ে যায়। রান্না ঘরে গ্যাসের সিলিন্ডার থাকায় তা বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ঘটনাস্থল থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস