ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক

প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৯ জানুয়ারি ২০১৬

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ শাড়ি ও শাটিং থান কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সকালে সীমান্তের শিকড়ি বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৯৭৪টি শাড়ি ও ৩৩টি শাটিং থান কাপড় আটক করা হয়।

এগুলো ভারত থেকে পাচার করে নিয়ে আসা হয়েছিল। তবে এসময় কোনো পাচারকারকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা শাড়ি ও শাটিং থান কাপড় আটক করা হয়।

আটককৃত শাড়ি ও থান কাপড়ের মূল্য এক কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা। আটককৃত মালামাল যশোর কাস্টম শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে তিনি জানান।

মো. জামাল হোসেন/বিএ