বেগুন তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো শিশুর
দিনাজপুরের ঘোড়াঘাটে বেগুন তুলতে গিয়ে বজ্রপাতে মারুফ হাসান (৮) নামে এক শিশু মারা গেছে।
শুক্রবার (৬ মে) দুপুর ১২টায় উপজেলার ১নম্বর বুলাকীপুর ইউনিয়নের বেগুনবাড়িতে এ ঘটনা ঘটে। সেখানে তার নানার বাড়িতে শিশুটি থাকতো।
শিশু মারুফ একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের লাভলু-তাসলিমা দম্পতির প্রথম সন্তান। বাবা-মা দীর্ঘদিন থেকে গার্মেন্টস শ্রমিক হিসেবে থেকে ঢাকায় কাজ করায় শিশু মারুফ ছোটবেলা থেকেই তার নানা আবু তালেবের বাড়িতে লালিত পালিত হয়ে আসছে।
বুলাকীপুর ইউপির ১নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সামসুল ইসলাম জানান, দুপুরে শিশুটি তার নানাবাড়ির পাশের ক্ষেতে বেগুন তুলতে যায়। ওই সময় বজ্রপাত হয়। এতে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. পাথ জ্বীময় সরকার বলেন, শিশুটিকে শুক্রবার দুপুরে হাসপাতালে নিয়ে এসেছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। ধারণা করছি, বজ্রপাতে ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে।
মো. মাহাবুর রহমান/এমএএইচ/এএসএম