ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব : বিএনপিও চায় বিচার বিভাগীয় তদন্ত
হাফেজ মাসুদুর রহমান (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে বিভিন্ন স্থাপনায় চালানো তাণ্ডবের ঘটনায় এবার বিএনপিও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে।
সোমবার বেলা ১২টায় শহরের পাওয়ার হাউজ রোডে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এ দাবি জানান।
এর আগে সোমবার বেলা ১১টায় শহরের মোড়াইলস্থ জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাসভবনে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও পুলিশি বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।
লিখিত বক্তব্যে জহিরুল হক খোকন বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির উপরে পুরো সহিংসতার ঘটনার দায় চাপানোর অপচেষ্টা করেছেন। কিন্তু ওই সহিংসতার ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মীরা জড়িত নয়।
সে দিনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমরা তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি। পাশাপাশি ভিডিও ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানাচ্ছি।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির দফতর সম্পাদক মমিনুল হক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে হাজারো বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষার্থী।
এ ঘটনার পরদিন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান দলটির সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এছাড়া ১৫ জানুয়ারি জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদ্রাসা কর্তৃপক্ষও তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর