ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ঈদগাহ মাঠের কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৩ এপ্রিল ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে বিপ্লব হোসেন (৪২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বিপ্লব শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে লুৎফর রহমান ও আকমল গ্রুপের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে বিপ্লব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহতদের মধ্যে জাহাঙ্গীর মাস্টার, তোরাব আলী, আব্দুল মতিন ও সাকিল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

একইদিন দুপুরে সলঙ্গা উপজেলায় তারাবির নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে খোরশেদ আলম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হন।

নিহত খোরশেদ আলম সলঙ্গা থানার চকমনোহরপুর গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে।

এসআর/জেআইএম