পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
পার্বত্য শান্তি চুক্তি যথাযথ, দ্রুত ওপূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এবং সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমি কমিশন গঠনের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, হেডম্যান নেটওয়ার্ক ও আদিবাসী ফোরামসহ তিনটি সংগঠন।
সোমবার সকালে বান্দরবানের প্রধান সড়কে সকাল ১০টা থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে পাহাড়ের তিন সংগঠন । মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী স্কুল-কলেজ ছাত্ররাও অংশ নেয়।
রোববার খাগড়াছড়ির দুদুকছড়ি থেকে শুরু করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম পর্যন্ত ৪শ কিলোমিটার সড়ক পথে মানববন্ধন পালনের ডাক দেয় আদিবাসী তিন সংগঠন।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য জেলায় পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে আদিবাসী নেতাদের অভিযোগ চুক্তির ১৮ বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি সরকার ।
সৈকত দাশ/এসএস/এমএস