ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে বোনের বাড়িতে ভাই খুন

প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

বরিশালের উজিরপুরের ভিক্ষুক যতীন্দ্র হালদারের (৫০) মরদেহ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। যতীন্দ্র উজিরপুরের রামেরকাঠী গ্রামের মৃত ছবিন্দ্র নাথ হালদারের ছেলে।

তিনি বিধবা বোনকে দেখাশুনার জন্য তার বাড়ি আগৈলঝাড়া উপজেলার মিশ্রিপাড়াতে থাকতেন এবং ভিক্ষাবৃত্তি করতেন।

বোন সোনালী হালদার জানান, স্বামী সুবীর বিশ্বাস মারা যাওয়ার পর থেকে ভাই যতীন্দ্র তার বাড়িতে বসবাস থাকতেন। তিনি উপজেলা সদরে ব্র্যাক অফিসে গৃহ-পরিচারিকার কাজ করতেন। আর যতীন্দ্র ভিক্ষাবৃত্তি করতেন।

স্বামীর মৃত্যুর পর থেকে ভাসুর ও দেবর পংকজ বিশ্বাস, সুনীল বিশ্বাস ও মনোতোষ বিশ্বাস স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ও বসতঘর দখল করতে মরিয়া হয়ে ওঠে। এ জন্য প্রায়ই তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। এমনকি তার ভাই যতীন্দ্রের উপরও বিভিন্ন সময় শারীরিক নির্যাতন চালানো হয়।

সর্বশেষ গত শনিবার রাতে তিনি (সোনালী) বাড়িতে না ফেরায় ঘরে যতীন্দ্র একা ছিল। সকালে ঘরে ফিরে ক্ষত-বিক্ষত অবস্থায় ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। এরপর ভাসুর ও দেবররা তাকে হুমকি-ধমকি দিয়ে মরদেহ কাপড়ে পেঁচিয়ে ভ্যানগাড়িযোগে উজিরপুর পাঠিয়ে দেন।

উজিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল পাশা জানান, মরদেহ উজিরপুর পাঠানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে যতীন্দ্রের মরদেহ দেখতে পান। যতীন্দ্রনাথের কানের পিছনে এবং একটি চোখে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি আগৈঝাড়া থানা পুলিশকে অবহিত করার পর তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে হত্যা মামলা দায়ের করা হবে।

সাইফ আমীন/এআরএ/পিআর