ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সবার সহযোগিতা দুস্থদের স্বনির্ভর করবে

প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এস এম আনিসুর রহমান পিএসসি বলেছেন, দেশ উন্নয়নশীলতায় এগিয়ে গেলেও গ্রামের দুস্থ মানুষগুলো এখনো স্বনির্ভর হতে পারেনি। নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ানো হলে এ শুন্যতা সহজে পুরণ করা সম্ভব। একটি দায়িত্বশীল বাহিনী হিসেবে বিজিবি দেশের কল্যাণে সব ভালো কাজের চেষ্টা অব্যাহত রাখে। দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ সেসব কাজের মাঝে একটি।

কক্সবাজার ১৭ বিজিবির পক্ষ থেকে মিয়ানমার সীমান্তের ঘুমধুম ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

রোববার দুপুরে ঘুমধুম ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজারস্থ ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল­াহ সরকার, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঘুমধুম ইউনিয়নের দেড় শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে বিজিবি। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ অব্যাহত রাখা হবে বলে জানান ১৭ বিজিবির ইনচার্জ লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার।

সায়ীদ আলমগীর/ এমএএস/পিআর