ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ধুমপান বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

তামাকজাত দ্রব্য এবং জনবহুল এলাকায় প্রকাশ্যে ধুমপান নিয়ন্ত্রণ করতে বগুড়া জেলার প্রতিটি উপজেলা পর্যায়ে প্রতিমাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।

রোববার বিকেলে তার সম্মেলন কক্ষ করতোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বগুড়া এর আয়োজনে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা প্রয়োগ বিষয়ক অ্যাডভোকেসি সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, সকলের সহযোগিতা নিয়ে ধুমপান থেকে জনগণকে দূরে রাখতে হবে। ধুমপান শুধু ধুমপায়ির ক্ষতি করে না আশপাশের মানুষেরও ক্ষতি করে। এ জন্য জনসমাগম এলাকায় তামাক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান। সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক সচিত্র উপস্থাপনা প্রদর্শন করেন পল্লী উন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার শেখ আবু রাহাত মো. মাসরুকুল ইসলাম।

লিমন বাসার/এমএএস/পিআর