ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে তিন কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার

প্রকাশিত: ১০:২৬ এএম, ১৭ জানুয়ারি ২০১৬

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর সংলগ্ন সন্ধ্যা নদী থেকে ট্রলার ভর্তি তিন কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। রোববার সকালে এ অভিযান চালানো হয়।

তবে কোস্টগার্ডের বরিশাল স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মঞ্জুরুল করিম দুপুরে মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম সন্ধ্যা নদীর শিকারপুর ব্রিজের ঢালে অভিযান চালিয়ে ভারতীয় মালামাল উদ্ধার করেছে। এর মধ্যে ভারতীয় অবৈধ শাড়ি, থ্রি-পিস, প্যান্ট পিস, শিশু পোষাক ও থান কাপড় রয়েছে।

যার বাজার মূল্য তিন কোটি টাকা হবে। কোস্টগার্ড নৌযানটিও জব্দ করেছে। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই গ্রেফতার করা যায়নি। গণনা শেষে মালামালগুলো বরিশাল কাস্টমসের কাছে জমা দেয়া হবে।

সাইফ আমীন/এআরএ/পিআর