ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভাগনের ছুরিকাঘাতে প্রাণ গেলো মামার

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৪ এপ্রিল ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগনের ছুরিকাঘাতে মামা রায়হান উদ্দিন (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রায়হান নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পোড়াবাড়িয়া দাখিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভাগনে মুহসিনের (১৭) সঙ্গে মামা রায়হান উদ্দিনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকে রায়হান উদ্দিনকে বাড়ির সামনে একা পেয়ে শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে মুহসিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অতিরিক্ত দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

নূর মোহাম্মদ/আরএইচ/জেআইএম