ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মঙ্গল শোভাযাত্রায় শুরু হলো প্রাণের উৎসব সাংগ্রাই

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০২২

বান্দরবানে মঙ্গল শোভাযাত্রায় শুরু হলো মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংগ্রাই। বুধবার (১৩ এপ্রিল) সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

‘হিংসা বিদ্বেষ দূরে থাক শান্ত সবুজ গিরি ছায়ায়, সকল কালিমা মুছে যাক মৈত্রীময় জলধারায়।’ এই স্লোগানে পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বান্দরবানে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বৌদ্ধ ধর্মালম্বী মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংগ্রাই।

এই উৎসব উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা বান্দরবান রাজার মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে গিয়ে শেষ হয়।

jagonews24

মঙ্গল শোভাযাত্রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে, পার্বত্য জেলা পরিষদ ও উৎসব উদযাপন পরিষদের সহযোগিতায় মারমা, ম্রো, খুমি, খেয়াং, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলসহ বিভিন্ন সম্প্রদায়ের নৃ-গোষ্ঠীরা বিভিন্ন ব্যানারে অংশ নেন।

আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণকারীরা জানান, বিগত দিনের শত কষ্ট, গ্লানি ও অমঙ্গলকে বিদায় দিয়ে সার্বিক মঙ্গল কামনা ও প্রত্যাশা নিয়ে নতুন বছরকে আমরা বরণ করি। এ উপলক্ষে পাড়া মহল্লায় নাচে গানে, আনন্দ উল্লাসে মেতে ওঠে সবাই। সাংগ্রাইয়ের এই দিনের জন্য সবাই বছর অপেক্ষায় থাকে। পাহাড়ি বাঙালি সবাই মিলে একত্রে উপভোগ করা হয় এ উৎসব।

jagonews24

এবার ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সাংগ্রাই উৎসব উদযাপন করা হবে। এ উপলক্ষে ১৩ তারিখ সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এর সূচনা করা হয়। ১৪ তারিখ বৌদ্ধ মূর্তি স্নানের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান শেষে ১৫ এপ্রিল মৈত্রী সামাজিক অনুষ্ঠান পানি বর্ষণ (জলকেলি) ও নানা খেলাধুলার মাধ্যমে এ উৎসবের সমাপ্তি হবে।

নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম