ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাঁধের কাজের অনিয়ম খুঁজতে হাওরে মন্ত্রণালয়ের তদন্ত দল

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৯:০৭ এএম, ১২ এপ্রিল ২০২২

পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যাওয়ায় হাওরের বাঁধের কাজের অনিয়ম তদন্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৫ সদস্য বিশিষ্ট্য তদন্ত দল সুনামগঞ্জের হাওর পরিদর্শন করছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) এই তদন্ত দল সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

বাঁধের কাজের অনিয়ম খুঁজতে হাওরে মন্ত্রণালয়ের তদন্ত দল

এই তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মাহববুর রহমান, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আওয়ার উল হালিম ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এনায়াত উল্লাহ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম।

বাঁধের কাজের অনিয়ম খুঁজতে হাওরে মন্ত্রণালয়ের তদন্ত দল

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৬ উপজেলার ১০ থেকে ১২ হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়াও সুনামগঞ্জ জেলা প্রশাসকও সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকে প্রধান করে ৫ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

লিপসন আহমেদ/এফএ/জেআইএম