কোটালীপাড়ায় শিশু পাচারকারির শাস্তির দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের শিশু পাচারকারী ঠাণ্ডা হাওলাদারের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপি চলে এ মানববন্ধন কর্মসূচি।
এসময় হাফেজ আক্তারুজ্জামান, এবাদুল হক খান, পারভিন সুলতানা, হাফিজুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান হাওলাদার ও পাচার হওয়া শিশু হাবিবের মা রেবা বেগম বক্তব্য রাখেন।
রেবা বেগম বলেন, ঠাণ্ডা হাওলাদার ৩ মাস আগে আমার ছেলেকে চট্টগ্রামে তার লেপ-তোষকের দোকানে কাজ শেখানোর কথা বলে নিয়ে যায়। তারপর থেকে আমার শিশু পুত্র হাবিবের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠাণ্ডার কাছে আমার ছেলের কথা জানতে চাইলে সে একেক এক সময় একেক ধরনের কথা বলে। আমাদের ধারণা ঠাণ্ডা আমার ছেলেকে পাচার করে দিয়েছে। আমি ঠাণ্ডার শাস্তি ও আমার ছেলেকে ফেরত চাই। শিশু হাবিব গোপালপুর গ্রামের কৃষক টুটুল শেখের ছেলে।
এস এম হুমায়ূন কবীর/ এমএএস/পিআর