ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে কয়েদির মৃত্যু

প্রকাশিত: ১১:০২ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের কয়েদি রায়হান আলীর (৬৫) মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রায়হান আলী শিবগঞ্জ উপজেলার কানসাট কলোনীর মোস্তাক মোমিনের ছেলে।

কারাগারের জেলার শাহ আলম জানান, হঠাৎ করে রায়হান অসুস্থ হলে শনিবার সকালে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

রায়হান আলীর বিরুদ্ধে ২০১৫ সালের ২৯ জুন শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মাদক মামলায় গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানো হয়।
 
মোহা. আব্দুল­াহ/এআরএ/পিআর