ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইভটিজিংয়ের ঘটনায় ছাত্রকে মারধর : শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

চাঁদা না দেয়া ও মেয়েদের ইভটিজিং করার প্রতিবাদ করায় মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের দুই ছাত্রকে কলেজ মাঠে মারধোর করে গুরুতর আহত করেছেন স্থানীয় বখাটেরা। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নাজিমউদ্দিন কলেজ ক্যাম্পাস। এর বিচারের দাবিতে ছাত্র/ছাত্রীরা মানববন্ধন করেছেন।

দীর্ঘদিন ধরে নাজিমউদ্দিন কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র সাকিলের কাছে চাঁদা চেয়ে আসছনি স্থানীয় বখাটেরা। এছাড়া কলেজের মেয়েদের মাঝে মাঝেই উত্যক্ত করতেন তারা। সাকিল বখাটেদের দাবিকৃত চাঁদা না দিয়ে বরং মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এসে সাকিল ও তার বন্ধু রবিউলকে মারধর করে গুরুতর আহত করেন।

পরে সাকিলকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। শনিবার সকালে বখাটেদের বিচারের দাবিতে নাজিমউদ্দিন কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে কলেজের অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল।

এ কে এম নাসিরুল হক/এমজেড/পিআর