ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় ব্যবসায়ীর দোকান লুটের ঘটনায় প্রতিবাদ

প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

বরগুনা শহরের তালুকদার ক্লথ স্টোরে হামলা চালিয়ে ক্যাশ বাক্স ভেঙে নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়েছেন সন্ত্রাসীরা। এসময় দোকানের আসবাবপত্রও ভাঙচুর করেন তারা। এ ঘটনার প্রতিবাদে শহরের সকল গার্মেন্টস এবং কাপড়ের দোকান বন্ধ রেখেছেন সাধারণ ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ব্যবসায়ী তালুকদার ক্লথ স্টোরের একজন মালিক মো. শাহাজাদা তালুকদার (৫০) জাগো নিউজকে জানান, শনিবার সকাল ১০টার দিকে জেলা তরুণলীগের কর্মী অভি (২৭), প্রিন্স (২৬) ও সোহেলসহ (২৬) ১০-১২ জনের একটি দল শহরের বঙ্গবন্ধু সড়কে তালুকদার ক্লথ স্টোরে হামলা চালান। এসময় দোকানের আসবাবপত্র ও ক্যাশ বাক্স ভেঙে নগদ পাঁচলাখ টাকা লুট করে নেন তারা।

Dakare

বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আলহাজ্ব জাহাঙ্গীর কবীর জাগো নিউজকে জানান, ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সকল দোকানপাট বন্ধ রাখা হবে।

এ বিষয়ে জেলা তরুণ লীগের সভাপতি সুনাম দেবনাথ জাগো নিউজকে জানান, অভিযুক্তদের সঙ্গে তরুণ লীগের কোনো সম্পর্ক নেই।

Dakare

আর বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম জাগো নিউজকে জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।  

মো. সাইফুল ইসলাম মিরাজ/এমজেড/এমএস