ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে ৫ দোকানির জরিমানা

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০৭ এপ্রিল ২০২২

নওগাঁর সাপাহারে বাজার মনিটরিংয়ের সময় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার দিঘীর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্যাহ আল মামুন বলেন, পবিত্র রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং করা হচ্ছে। তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিঘীর হাটে বাজারে মনিটরিং করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় দোকানে কৃত্রিম সংকট তৈরি, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না থাকায় এবং মাছ বাজারে মানবদেহের ক্ষতিকারক বিদেশি মাগুর মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলার উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সন্তোষ কুমার কুন্ডু ও থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/এমআরআর/জেআইএম