ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মায়ের কর্মস্থলে সংবর্ধিত মেডিকেলে দেশসেরা মীম

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৭ এপ্রিল ২০২২

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া সুমাইয়া মোসলেম মীমকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে তাকে শুভেচ্ছা জানানো হয়।

সুমাইয়া মোসলেম মীমের মা খোদেজা খাতুন কেশবপুর উপজেলার পাঁজিয়া উপ স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট পদে কর্মরত রয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহসানুল মিজান রুমি, ডা. জাহিদুর রহমান, ডা. নাজিয়া নওরীন জিসান, সুমাইয়া মোসলেম মীমের বাবা মোসলেম উদ্দিন ও মা খোদেজা খাতুন প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারাদেশের ভেতর প্রথম স্থান অধিকার করা সুমাইয়া মোসলেম মীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

খুলনার ডুমুরিয়া উপজেলার কলেজ শিক্ষক মোসলেম উদ্দীনের মেয়ে সুমাইয়া মোসলেম মীম। মঙ্গলবার প্রকাশিত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন মীম। লিখিত পরীক্ষায় ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন। সবমিলিয়ে তার মোট প্রাপ্ত নম্বর ২৯২ দশমিক ৫।

দুই বোনের মধ্যে মীম ছোট। তার বাবা মোসলেম উদ্দীন সরদার ডুমুরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এবং মা খোদেজা খাতুন যশোরের কেশবপুর পাঁজিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট পদে কর্মরত।

মিলন রহমান/এফএ/এএসএম