ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভূঞাপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৬ এপ্রিল ২০২২

টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রুবেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে উপজেলার ঘাটান্দী গ্রামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে সকালে মরদেহ উদ্ধার করে রুবেলকে আটক করেছে পুলিশ। রুবেল ঘাটাইল উপজেলার গোরিশ্বর গ্রামের শুক্কুর আলীর ছেলে।

বাসার মালিক তারা তালুকদার জানান, বাসা ভাড়া নেওয়ার পর থেকে সুমাইয়া ও রুবেল মাঝে মধ্যে ঝগড়া করতেন। মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাত ২টা দিকে রুবেলের চিৎকার শুনে বাইরে বের হই। তখন রুবেল জানায় তার স্ত্রী মারা গেছে। সন্দেহ হলে আশপাশের লোকজনদের খবর দেই। পরে খবর দিলে সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সুমাইয়ার মা শারমিন বেগম বলেন, রুবেল বিভিন্ন হোটেলে কাজ করতো। একদিন কাজ করলে দুইদিন বসে থাকতো সে। রুবেল যা রোজগার করতো তা দিয়ে নেশা করতো। সুমাইয়া অন্যের বাসায় কাজ করে সংসার চালিয়ে আসছিল। নিয়মিত কাজ করতে বলা ও নেশা করতে বাধা দেওয়ায় সুমাইয়ার সঙ্গে তার ঝগড়া হতো।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম