ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বনফুল কর্মী খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৫ জানুয়ারি ২০১৬

সিলেটের খাদিমপাড়ায় বনফুল কারখানার চাঞ্চল্যকর দুই কর্মচারী খুনের প্রধান আসামি আফজাল হোসেন ওরফে রাজীবকে গ্রেফতার করা হয়েছে। রাজীব সিলেট সদর উপজেলার শাহপরান থানার খাদিমপাড়া পূর্ব দলইপাড়ার মালাই মিয়ার ছেলে।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৯ এর সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে মহানগর পুলিশের শাহপরান থানার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি আফজাল হোসেন ওরফে রাজীবকে গ্রেফতার করা হয়।

রাজিবের বিরুদ্ধে শাহপরান থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, ভূমি দস্যুতা, অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তাকে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে মিনি ফুটবল খেলার বিরোধের জের ধরে বনফুল কোম্পানির তিন কর্মীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই বনফুল কর্মী রাজু ও তপুর মৃত্যু হয়। অপর কর্মী রাসেল গুরুতর আহত হন।

ছামির মাহমুদ/এআরএ/এমএস

আরও পড়ুন