ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সোনার নৌকা উপহার দিয়ে মেয়রকে বরণ

প্রকাশিত: ১০:১৫ এএম, ১৫ জানুয়ারি ২০১৬

শপথ নেয়ার আগেই বগুড়ার শিবগঞ্জের নব-নির্বাচিত পৌর মেয়র তৌহিদুর রহমান মানিককে সোনার নৌকা উপহার দিয়ে বরণ করে নেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগ এই সোনার নৌকাটি উপহার দিয়ে তাকে বরণ করে নেয়।

বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজ মাঠে এ উপলক্ষে একটি গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন সোনার এই নৌকাটি নব-নির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান মানিকের হাতে তুলে দেন।

এ সময় মেয়র তৌহিদুর রহমান মানিক আবেগ আপ্লুত হয়ে বলেন, দলের নেতাকর্মীদের গভীর ভালোবাসায় আমি ধন্য। তারা আমাকে এতো ভালোবাসেন আগে জানতাম না। তবে তাদের উপহারের এই সোনার নৌকা আমি ঘরে রাখবো না। এই নৌকা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা এলাকার গরীব-দুস্থ মেয়েদের বিয়েতে ব্যয় করবো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোস্তাফিজার রহমান মোস্তা, জাকির হোসেন নবাব, এমদাদুল হক এমদাদ, ইঞ্জি. আব্দুল মান্নান, নাইমুর রহমান তিতাস। এ সময় উপস্থিত ছিলেন এবিএম শাজাহান চৌধুরী, আব্দুস ছাত্তার, মাশরাফি হিরো, ইসরাত জাহান রাখি প্রমুখ।

প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন শিবগঞ্জের মতো উপজেলায় ৪২ বছর পর নৌকা প্রতীকের বিজয়ে তিনি দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানায়। তিনি জানান, ধানের শীষে এখন চিটা হয়ে গেছে। বগুড়ার মানুষ আর ধানের শীষ খাচ্ছেন না। এজন্য ধানের শীষ রেখে দেয়া হয়েছে গরুর খাবারের জন্য। পৌরসভার মতো আগামীতে ইউপি নির্বাচনেও আমাদের জয়ী হতে হবে।  

এআরএ/এমএস