ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উন্নয়ন‌ বাধাগ্রস্ত করতে বি‌ভিন্ন ষড়যন্ত্র হ‌চ্ছে: তাজুল ইসলাম

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:১০ পিএম, ১৯ মার্চ ২০২২

দেশে চলমান উন্নয়ন‌কে বাধাগ্রস্ত করতে বি‌ভিন্ন ধরনের ষড়যন্ত্র হ‌চ্ছে বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

শ‌নিবার (১৯ মার্চ) কু‌মিল্লার লাকসামে বৌদ্ধ ধর্মগুরু অধ‌্যাপক ধর্মর‌ক্ষিত মহা‌থের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশে ধর্মীয় কোনো বি‌ভেদ নেই। কিছু অসাধু মানুষ আছে রাজ‌নৈ‌তিকভা‌বে ধর্ম‌কে বিভাজন ক‌রে।‌ বিএন‌পি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন সা‌রের জন‌্য কৃষকরা বি‌ক্ষোভ ক‌রে‌ছে। বিএনপি সরকার নিরপরাধ ১৭ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। বর্তমানে দেশ উন্নয়নের পথে এগুচ্ছে। এ উন্নয়ন‌কে বাধাগ্রস্ত করতে বি‌ভিন্ন ষড়যন্ত্র করা হ‌চ্ছে।

বাংলাদেশি বৌদ্ধ‌দের স‌র্বোচ্চ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী মহা‌থের সভাপ‌তিত্বে অনু‌ষ্ঠিত অন্ত্যষ্টি‌ক্রিয়া অনুষ্ঠা‌নে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সি‌নিয়র স‌চিব হেলালুদ্দীন আহ‌মেদ, জেলা প্রশাসক কামরুল হাসান, পু‌লিশ সুপার ফারুক আহ‌মেদ, লাকসাম উপ‌জেলা চেয়ারম‌্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

এই অন্ত্যেষ্টিক্রিয়া মধ‌্য দি‌য়ে ধর্মগুরু‌কে চিরবিদায় জানাতে দে‌শের বি‌ভিন্ন জেলার বৌদ্ধ ধর্মাবলম্বীরা লাকসামে আসেন।

জাহিদ পাটোয়ারী/এমআরআর