ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আবারও ট্রাফিকের ভূমিকায় শামীম ওসমান

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

যানজট নিরসনে নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাংসদ শামীম ওসমান দ্বিতীয় দিনের মতো ট্রাফিকের ভূমিকায় মাঠে নেমেছেন। এসময় রাজপথে ছিলেন শামীম ওসমানপন্থী আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ সরকারি তোলারাম কলেজের স্কাউট, ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা।

তবে অভিযোগ উঠেছে যতদিন শামীম ওসমান ট্রাফিকের ভুমিকায় মাঠে থাকবেন ততদিন রাস্তায় কম পরিবহন থাকার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন নেতারা।

এদিকে, যানজট নিরসনে ট্রাফিকের ভুমিকায় মাঠে নামার বিষয়টি শামীম ওসমানের রাজনৈকি স্ট্যান্ডবাজি বলে নগরবাসী মনে করছেন। যানজট নিরসন নিয়ে শামীম ওসমানের অনুগামীরা রাতের বেলায় বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষকে হুশিয়ারি করে বলেন, শামীম ওসমান যতদিন যানজট নিরসন কর্মসূচিতে মাঠে থাকবেন ততদিন যেন রাস্তায় গাড়ি কম বের করা হয়। এমন অভিযোগ নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরিবহন মালিকের।   

বুধবার দুপুরে শহরের চাষাড়ায় যানজট নিয়ন্ত্রণ করতে ট্রাফিকের ভুমিকায় মাঠে নামেন এবং যানজট নিরসন নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন।

এসময় শামীম ওসমান বলেন, যানজট নিরসন নিয়ে অনেক বলেছি। না পেরে আমি নিজেই রাস্তায় নেমে এসেছি। যেকোনো মূল্যেই শহরকে যানজটমুক্ত করবো। নারায়ণগঞ্জে যানজটের জন্য মানুষ সময়মতো তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেন না। এই অবস্থা থেকে জনগণকে মুক্তির জন্য আমাদের দলের নেতাকর্মীরা ও স্কাউটরা কাজ করছে। সবাই মিলে কাজ করায় দুদিন ধরে শহরে যানজট অনেকটা কমে এসেছে। আমরা ইতোমধ্যে দেখিয়ে দিতে সক্ষম হয়েছি যে আমাদের শহরে আমরা একটু চেষ্টা করলে, ট্রাফিক আইন মেনে চললে যানজট নিয়ন্ত্রণ করতে পারি।
 
তিনি আরও বলেন, যেসকল যানবাহন ট্রাফিক আইন মেনে না চলে আগামীকাল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হবে। এক্ষেত্রে কারো কথাই মানা হবে না। যানজটের ক্ষেত্রে কাউকে কোনরূপ ছাড় দেয়া হবে না।
 
শামীম ওসমান দুপুর আড়াইটা পর্যন্ত নিজে রাস্তায় থেকে যানজট নিয়ন্ত্রণ করেন এবং মাইকে বিভিন্ন পরিবহন ও সাধারণ মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এছাড়াও রাস্তায় তাকে সহযোগিতা করার জন্য আসা নেতাকর্মী ও স্কাউটদেরকে ধন্যবাদ জানিয়ে জনসাধারণের জন্য আরও কয়েকটা দিন কষ্ট করতে বলেন।

এসময় তার সঙ্গে সরকারি তোলারাম কলেজের স্কাউট, ক্যাডেট, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
মো.শাহাদাত হোসেন/এমজেড/আরআইপি

আরও পড়ুন