ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত: ১০:৩১ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় হাফেজ মাসুদুর রহমান (১৮) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে পুলিশবাহী একটি পিকআপভ্যানে অগ্নিসংযোগ ও জেলা সদর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে সদর মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে পুলিশের একটি পিকআপভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ৭ শ থেকে ৮শ জনকে আসামি করে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল ফরাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এছাড়া জেলা সদর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. রানা নুরুস শামস বাদী হয়ে অজ্ঞাত ৭শ থেকে ৮শ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন।

উলে­খ্য, গতকাল মঙ্গলবার বিকেলে শহরের টিএ রোডস্থ ফকিরাপুলে দাঁড়ানো অবস্থায় পুলিশবাহী একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৬-৯৯২৬) অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ মাদরাসা ছাত্ররা। একই সময়ে জেলা সদর হাসপাতালে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।

আজিজুল আলম সঞ্চয়/এমএএস/আরআইপি