আখাউড়া স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং পবিত্র শবে বরাত উপলক্ষে এই বন্ধ ঘোষণা করেছে স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার (১৯ মার্চ) পবিত্র শবে বরাত উপলক্ষে এ তিনদিন আখাউড়া বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বন্ধের বিষয়টি জানিয়ে ভারতীয় ব্যবসায়ী ও স্থলবন্দর সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের এ নেতা।
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ কোটি টাকা মূল্যের হিমায়িত মাছ, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলা ও ফলমূলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে।
গত বছরের আগস্ট থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। এখন নিয়মিত চাল ও গম আসছে ভারত থেকে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম