দীঘিনালায় শান্তি পরিবহনের বাসে আগুন
খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে শান্তি পরিবহনের একটি বাস। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে দীঘিনালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে বাসে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে শান্তি পরিবহন কর্তৃপক্ষ।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরে-নবী জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করে। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দীঘিনালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা বলেন, ‘বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি শান্তি পরিবহন পুড়ছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।’
খাগড়াছড়ি শান্তি পরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ জানান, আগুনে কোনো যাত্রী হতাহত না হলেও গাড়িটি পুড়ে যাওয়ায় অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল আজিজ।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এমএস