ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীর সড়কে বসছে ‘রাজমুকুট’

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৪ মার্চ ২০২২

প্রজাপতি সড়কবাতির পর এবার রাজশাহী নগরীর কল্পনা সিনেমা হলের মোড় (স্বচ্ছ টাওয়ার) থেকে তালাইমারি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ফোরলেন সড়কে বসছে দৃষ্টিনন্দন সড়কবাতি ‘রাজমুকুট’।

রোববার (১৩ মার্চ) দিনগত রাত ১২টার পর কল্পনার মোড় থেকে তালাইমারি পর্যন্ত সড়কটিতে আধুনিক এ সড়কবাতি বসানোর কাজ শুরু হয়।

jagonews24

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) সূত্র জানায়, নগরীর কল্পনা হলের মোড় থেকে তালাইমারি পর্যন্ত ফোরলেনে উন্নীত করেছে রাসিক। সড়কটি প্রশস্তকরণের পর আইল্যান্ডে বসানো হচ্ছে ১৩০টি আধুনিক সড়কবাতির পোল। প্রতিটি পোলে থাকবে ১৩টি ‘রাজমুকুট’।

jagonews24

সড়কের দক্ষিণ পাশে বাঁধের ধারে স্থাপন করা হয়েছে ১৮০টি গার্ডেন লাইট। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে।

jagonews24

এরআগে রোববার বিকেলে সড়কবাতির দৃষ্টিনন্দন পোল বাসানো কাজ পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন, উপ-সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

ফয়সাল আহমেদ/এসআর/এএসএম