ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোমরা বন্দরে রাজস্ব আদায় বেড়েছে

প্রকাশিত: ০৩:৪৩ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

চলতি অর্থবছরে রাজস্ব আদায় বেড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। যা অন্য যে কোনো বছরের তুলনায় বেশি। গত ৬ মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে শতকরা ৩ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।

ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল লতিফ জগো নিউজকে বলেন, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬১ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে জুলাইয়ে ৩২ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার, আগস্টে ৪৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা, সেপ্টেম্বরে ৪৮ কোটি ১৭ লাখ ৫২ হাজার, অক্টোবরে ৪১ কোটি ৩১ লাখ ৫৯ হাজার, নভেম্বর মাসে ৪৭ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ও ডিসেম্বরে ৪৫ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

Vomra-bondor

এর বিপরীতে গত ছয় মাসে অর্জিত হয়েছে ২৬৮ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৫৯৯ টাকা। এর মধ্যে জুলাইয়ে ২৬ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮১১ টাকা, আগস্টে ৩০ কোটি ৯ লাখ ১৩ হাজার ২৯০ টাকা, সেপ্টেম্বরে ৫৩ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৯১১ টাকা, অক্টোবর মাসে ৫৯ কোটি ২৪ লাখ ৪৩ হাজার, নভেম্বর মাসে ৩৬ কোটি ৩২ লাখ ১০ হাজার ৩৯৯ টাকা ও ডিসেম্বরে ৫৬ কোটি ৬৮ লাখ ১১ হাজার ১১৯ টাকা। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও ৭ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব অর্জন হয়েছে। এতে করে বন্দরটি গেল ৬ মাসে শতকরা ৩ ভাগ প্রবৃদ্ধি করেছে।

ভোমরা স্থলবন্দরের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার (শুল্ক) শরীফ মো. আল-আমীন জাগো নিউজকে বলেন, সম্প্রতি মন্দাভাব কাটিয়ে আবারও আমদানি বেড়ে যাওয়ায় রাজস্ব আদায়ও ভালো আসছে। যে কারণে গত ৬ মাসের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাপিয়ে শতকরা ৩ ভাগ প্রবৃদ্ধি করেছে বন্দরটি। আশা করা হচ্ছে চলতি অর্থবছরের বাকি ৬ মাসে রাজস্ব বোর্ডের বেধে দেয়া লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব হবে।

এসএস/পিআর