একটি চক্র দেশে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে: পরিকল্পনামন্ত্রী
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, একটি চক্র বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। দেশে কৃত্রিম সংকট তেরি করেছে। এ চক্র থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
রোববার (১৩ মার্চ) সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে দিনব্যাপী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি একথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘মনে রাখতে হবে বাংলাদেশে ষড়যন্ত্র চলছে। ভুলে গেলে চলবে না সামনে নির্বাচন। (ওই নির্বাচনে) যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসতে পারে তাহলে অতীতের মতো বাংলাদেশে দুর্যোগ নেমে আসবে।’
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, করোনার দুই বছর পর বিশ্ববাজার এখনো ঠিক করে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ঠিক তখন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ঢেউ বাংলাদেশে লেগেছে। এ সুযোগে একটি সিন্ডিকেট দেশের বাজারকে অস্থির করে তুলেছে।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ এনামুল কবির ইমন প্রমুখ।
লিপসন আহমেদ/এসআর/জিকেএস