ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জালভোট দেয়ার অভিযোগে কালকিনিতে আটক ২৫

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০১:২৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

মাদারীপুরের কালকিনি পৌরসভায় স্থগিত হওয়া দুইটি কেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে ২৫ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ছয়জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আটকদের মধ্যে আটজন নারী রয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ।

পৌরসভার ৬নং ওয়ার্ড কাস্টঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪৩৬ জনের মধ্যে ১০১০ জন ও ৮নং ওয়ার্ড জনারদন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪৪৭ জন ভোটারের মধ্যে ২১২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ কে এম নাসিরুল হক/এআরএ