ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুলিশ প্রত্যাহার

প্রকাশিত: ০১:২০ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষের ঘটনায় সদর মডেল থানা পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এরা হলেন, সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে প্রত্যাহার করে নেয়া হয়। এছাড়া ঘটনা তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (গোপনীয়) মো. মনিরুজ্জামান পিপিএম বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জাগো নিউজকে জানান, এসএসপি তাপস রঞ্জন ঘোষকে প্রত্যাহার করে সদর দফতরে এবং ওসি আকুল চন্দ্র বিশ্বাসকে চট্টগ্রাম রেঞ্জে যুক্ত করা হয়েছে।

এছাড়া ঘটনা তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এমএএস/আরআইপি