ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে গৃহহীন ৪ পরিবারকে ঘর দিলো লায়ন্স ক্লাব

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:২৩ এএম, ১০ মার্চ ২০২২

তিস্তা নদীতে বাড়িঘর ও আবাদি জমি বিলীন হয়ে যাওয়া ৪ পরিবারের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব। সংগঠনটির পরিচালক এম মিরাজ হোসেনের উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে ঘর তুলে দিয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা মহাখালী ফ্রেন্ডস।

বুধবার (৯ মার্চ) সকাল ১০টায় পরিবারগুলোর কাছে ঘর হস্তান্তর করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মিরাজ হোসেন বলেন, প্রতিবছর নদী ভাঙনে অসংখ্য পরিবার ঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের স্বল্প সামর্থের মধ্যে কিছু ঘরহারা পরিবারকে মাথা গোঁজার ঠাই করে দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও বৃহৎ আকারে মানুষের জন্য কাজ করার পরিকল্পা আছে।

jagonews24

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে তার বাস ভবনে একান্ত সাক্ষাতের সময় মিরাজ হোসেন ২০০টি দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ফান্ড গঠনের কথা জানান। এছাড়া করোনা মোকাবিলা ও দারিদ্র দূরীকরণে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এম মিরাজ হোসেন বর্তমানে একটি স্বানামধন্য প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতিসংঘের ইউথ ভিশনের ডেপুটি পরিচালক হিসেবে কাজ করছেন ও বান কি মুন সেন্টারের সঙ্গেও তিনি জড়িত আছেন।

এমআইএইচ/এএসএম